অর্থনৈতিক জাতীয়তাবাদ কী?
ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলা হয়।
অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র্য ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দাদাভাই নৌরজি, মহাদেব গোবিন্দ রানাডে ও রমেশচন্দ্র দত্ত। তাঁদের যুক্তি ছিল ভারত ব্রিটেনের কাঁচামাল আহরণের ভূমিতে পরিণত হয়েছে। ভারতের কৃষি ও শিল্প ধ্বংসের ফলে দেশের যাবতীয় সম্পদ বিদেশে চলে যায়। নরমপন্থীরা একে সম্পদ নির্গমণ বলেন। এর পাশাপাশি উঁচু হারে ভূমি-রাজস্ব চালু থাকায় কৃষক ও কারিগর সবাই নিঃস্ব হয়ে পড়ে। ব্রিটিশ পণ্যের সাথে অসম প্রতিযোগিতায় ভারতীয় পণ্য মার খায় কারণ ব্রিটিশ পণ্য আমদানিতে শুল্ক বসানো হতো না। এবং ভারতের শিল্পায়ন ব্যাহত হতে থাকে। কৃষির ওপর চাপ বাড়ে ফলে কৃষির উপযুক্ত কাঠামো না থাকায় দেশের দারিদ্র্য আরও বেড়েছিল। এই নেতিবাচক বিষয়গুলির প্রতিকার করে একটি জাতীয় অর্থনীতি গড়ে তোলার ভাবনা অর্থনৈতিক জাতীয়তাবাদকে পুষ্ট করেছিল।
একটি মন্তব্য পোস্ট করুন for "অর্থনৈতিক জাতীয়তাবাদ কী? "