ওয়াহাবী আন্দোলন (Wahabi Movement):


ওয়াহাবী শব্দের অর্থ-নবজাগরণ। আরবে 'আব্দুল ওয়াহাব' প্রতিষ্ঠিত সম্প্রদায় ওয়াহবী নামে পরিচিত।

ভারতে ওয়াহাবী আন্দোলন:
ভারতে এই আন্দোলন শুরু করেন 'শাহওয়ালি উল্লাহ' এবং তাঁর পুত্র 'আজিজ' (হাজিজ)। ভারতে ওয়াহবী আন্দোলনের যথার্থ প্রতিষ্ঠাতা ছিলেন- রায়বেরিলীর 'সৈয়দ আহমেদ'। তিনি আবদুল আজিজের শিষ্য ছিলেন। ভারতকে তিনি 'দার-উল-হার্ব' থেকে 'দার-উল-ইসলামে' পরিণত করতে চেয়েছিলেন। বালাকোটার যুদ্ধে তিনি শিখদের কাছে পরাস্ত হন (১৮৩১ সাল)। ওয়াহাবী আন্দোলনের কেন্দ্রস্থল-সিথানা

বাংলায় ওয়াহাবী আন্দোলন বা বারাসাত বিদ্রোহ:
বাংলায় ওয়াহাবী আন্দোলনের নেতৃত্ব দেন 'মীর নিশার আলি' (তিতুমীর)। তিতুমীরের আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বারাসাত। তাই এই বিদ্রোহ ইতিহাসে 'বারাসাত বিদ্রোহ' (১৮৩১) নামেও পরিচিত। নীলকর সাহেব ডেভিস ও অত্যাচারী জমিদারের (কৃষ্ণদেব রায়) বিরুদ্ধে তিনি বাঁশের কেল্লা গঠন করেন। বাদুড়িয়ার কাছে নারকেলবেড়িয়াতে তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, যা বেন্টিক ১৮৩১ সালে কর্নেল স্কুয়াটের নেতৃত্বে ভেঙে দেন এবং তিতুমীর মারা যান।

একটি মন্তব্য পোস্ট করুন for "ওয়াহাবী আন্দোলন (Wahabi Movement):"